Ajker Patrika

নান্দাইলে আফেন্দির অভিনব একক প্রতিবাদ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
নান্দাইলে আফেন্দির অভিনব একক প্রতিবাদ

ময়মনসিংহের নান্দাইলে আফেন্দি নুরুল ইসলাম (৭৬) ঘটে যাওয়া অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ করে যাচ্ছেন। আজ রোববার এমনই একটি প্ল্যাকার্ড নিয়ে হেঁটে হেঁটে নিজের ৪৫৩ তম একক প্রতিবাদ জানান। 

তিনি নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। দেশে-বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন সমসাময়িক অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁর এ প্রতিবাদ। 

প্ল্যাকার্ডটিতে লেখা আছে ‘আমার স্বদেশ স্বাধীন বাংলাদেশ নেই তো কি প্রয়োজন আমার এই সূর্যের’ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চিরজীবী বাংলাদেশ। 

উপজেলার বাজারে গিয়ে দেখা যায়, অভিনব প্রতিবাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। হাতে বাঁশের একটি লাঠিতে প্ল্যাকার্ড ও চোখে রঙিন চশমা। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলা মানুষ তাকে দাঁড়িয়ে দেখছেন, কেউ আবার ছবি তুলে অভিনব প্রতিবাদ ফেসবুকে পোস্ট দিচ্ছেন। 

অধ্যাপক আফেন্দি নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছি। এটি আমার ৪৫৩ তম প্রতিবাদ। যত দিন বেঁচে থাকব, এইভাবেই প্রতিবাদ করে যাব।’ 

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন বলেন, ‘দীর্ঘদিন যাবৎ স্যার এমন অভিনব প্রতিবাদ করে আসছেন। অন্যায়ের বিরুদ্ধে ওনার মতো সব মানুষ প্রতিবাদ করলে সমাজে অন্যায় অত্যাচার হতো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত