নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় আগুনে চার দোকান ও ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
আজ বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদরের পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের হাবিবুর রহমান হাবিবের সেমিপাকা ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ২০ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে হাবিব ও জাহাঙ্গীর আলম মজুমদারের সেমিপাকা ঘর পুড়ে যায়। সঙ্গে হাবিবের পোলট্রি ও চালের দোকান, ভাড়াটিয়া মো. জাকির হোসেনের মুদির দোকান ও গোডাউনের মালামাল পুড়ে যায়। মো. জামাল মিয়া ও মো. আরব আলীর মুদির দোকান আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের কয়েকটি দোকানের ৮-১০টি কক্ষ আংশিক পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দীন বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পশ্চিম বাজারে ব্যবসায়ীসহ বাসায় থাকা লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এতে আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মজুমদার জানান, নগদ অর্থ, স্বর্ণালংকার, বাড়ির প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।’
খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নেত্রকোনার কলমাকান্দায় আগুনে চার দোকান ও ১০টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
আজ বুধবার রাত ১০টার দিকে উপজেলা সদরের পশ্চিম বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারের হাবিবুর রহমান হাবিবের সেমিপাকা ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ২০ মিনিটে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে হাবিব ও জাহাঙ্গীর আলম মজুমদারের সেমিপাকা ঘর পুড়ে যায়। সঙ্গে হাবিবের পোলট্রি ও চালের দোকান, ভাড়াটিয়া মো. জাকির হোসেনের মুদির দোকান ও গোডাউনের মালামাল পুড়ে যায়। মো. জামাল মিয়া ও মো. আরব আলীর মুদির দোকান আংশিক আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পাশের কয়েকটি দোকানের ৮-১০টি কক্ষ আংশিক পুড়ে গেছে।
স্থানীয় বাসিন্দা নাজিমউদ্দীন বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পশ্চিম বাজারে ব্যবসায়ীসহ বাসায় থাকা লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এতে আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম মজুমদার জানান, নগদ অর্থ, স্বর্ণালংকার, বাড়ির প্রয়োজনীয় দলিল ও কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিডার এমদাদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।’
খবর পেয়ে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে পুষ্টিহীনতার চিত্র এখনো উদ্বেগজনক। দেশে প্রায় ৩০ দশমিক ৭ শতাংশ শিশু খর্বাকৃতির, ৮ দশমিক ৪ শতাংশ অপুষ্টিজনিত ক্ষয়রোগে (ওয়েস্টিং) এবং ২১ দশমিক ৮ শতাংশ শিশু ওজনস্বল্পতায় ভুগছে। খর্বাকৃতি ও ওজনস্বল্পতার হার শহর ও গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে উল্লেখযোগ্যভাবে
৯ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মাহমুদ আল জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার শাখার এক কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত
২৯ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় ডিশ ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে মো. ফাহিম (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসানসহ তিন নেতা-কর্মী আসামি হয়েছেন। এ ঘটনায় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
৩০ মিনিট আগেযশোরের চৌগাছায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ১৩ দিন পর থানায় মামলা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভুক্তভোগী ওই নারী চৌগাছা থানায় মামলা করেছেন। ১ আগস্ট দুপুরে চৌগাছা উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে।
৩১ মিনিট আগে