Ajker Patrika

ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১০: ৪০
Thumbnail image

ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিশ্চিতপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে এরশাদ আলী (৩৮), ময়মনসিংহের নান্দাইল উপজেলার দিলালপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে জসিম মীর (৩৮) এবং ত্রিশাল উপজেলার বাঘাদড়িয়া গ্রামের বাছির উদ্দিন ব্যাপারীর ছেলে আশরাফিল আলম (৩২)।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি মো. শাহ কামাল আকন্দ বলেন, বিভাগীয় নগরীকে মাদক, জুয়া, চুরি-ছিনতাই ও অপরাধমুক্ত করতে জেলা গোয়েন্দা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার নগরীর রেলীর মোড় থেকে ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ এরশাদ আলীকে এবং গতকাল বুধবার ত্রিশাল থেকে ১০টি ইয়াবাসহ আশরাফুল আলম ও জসীম মীরকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকেলে গ্রেপ্তারকৃদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এঁদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত