Ajker Patrika

মিরপুরে পথচারী পারাপারে সিগন্যাল লাইট চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিরাপদে পথচারী পারাপারে মিরপুর জেব্রা ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন। ছবি: ডিএমপি
নিরাপদে পথচারী পারাপারে মিরপুর জেব্রা ক্রসিংয়ে সিগন্যাল লাইট স্থাপন। ছবি: ডিএমপি

বিশ্বের উন্নত শহরগুলোর মতো এবার ঢাকার মিরপুর কলেজের সামনে পথচারী পারাপারের সিগন্যাল লাইট সিস্টেম পরীক্ষামূলক চালু করা হয়েছে। ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হলো এই ‘নিরাপদ পথচারী পারাপার’ পাইলট প্রকল্প।

আজ বৃহস্পতিবার মিরপুর-২ এলাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিপরীতে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে স্থাপিত এই পরীক্ষামূলক প্রকল্প এলাকা পরিদর্শন করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার।

ডিএমপির ট্রাফিক বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত এ কার্যক্রম প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এবং আগামী ৮ মে পর্যন্ত কার্যকর থাকবে। আধুনিক সিগন্যাল লাইটসহ জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের সুযোগ তৈরি হয়েছে।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ কমিশনার সরওয়ার জাইকার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘এই প্রকল্পের মাধ্যমে পথচারীদের নিরাপদ পারাপার ও যানজট হ্রাসের লক্ষ্যপূরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। সফল হলে রাজধানীর গুরুত্বপূর্ণ সব ক্রসিংয়ে এ ধরনের আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাস, সংশ্লিষ্ট কর্মকর্তারা ও জাইকার প্রতিনিধিরা।

রাস্তা পার হওয়া অমিত নামের এক চাকরিজীবী বলেন, ‘উন্নত দেশে সবাই এভাবেই রাস্তা পার হয়, এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক কম থাকে। আমাদের দেশে এই ব্যবস্থা আরও আগে চালু হওয়া উচিত ছিল। তবে সমস্যা হলো—আমরা পথচারীরাই নিয়ম মানি না, যে যার মতো চলি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত