নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।
ময়মনসিংহের নান্দাইলে কলেজছাত্র মো. মুরাদ হাসান ভূঁইয়া (১৮) হত্যা মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীমকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি আজ শনিবার (৪ জানুয়ারি) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ।
গ্রেপ্তার আশরাফুল আলম হামীম নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের আলাবক্সপুর গ্রামের আবুল কালামের ছেলে। নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের দ্বিতীয় বর্ষের শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। খুনের ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।
গত ৩১ মে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী এমদাদুল হক ভূঁইয়ার নির্বাচনী লিফলেট বিতরণ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুরাদ হাসান ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় গত ১ জুন হত্যা মামলা করেন নিহত মুরাদের বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন নান্দাইল পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের ছাত্রলীগের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম হামীম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. নাদিম, মো. লাবন, যুবলীগ নেতা সাজিদ হাসান নিপুণ, ছাত্রলীগ নেতা মো. মুরাদ, মো. মাজহারুল, মিজান ও মো. আমিন। এ ছাড়া মামলায় ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছেলের হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আশরাফুল আলম হামীমের গ্রেপ্তারের খবর শুনে মুরাদ হাসান ভূঁইয়ার বাবা তফাজ্জল হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন পর হলেও প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। এতে স্বস্তি পেলেও ছেলে হত্যার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। আসামিরা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। দ্রুত আসামিদের বিচারের প্রক্রিয়া শুরু করতে আদালতের দৃষ্টি কামনা করেন তিনি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন, মুরাদ হত্যা মামলার প্রধান আসামি হামীমকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন জামিনে আছেন। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত আছে।
‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ’ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে হরিহর নদ পুনঃখনন কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ নীতিমালা অনুযায়ী যথাযথ উল্লম্ব-অনুভূমিক জায়গা না রেখে হরিহর নদের ওপর যশোর সদর উপজেলার গোয়ালদাহ বাজারে আরেকটি অপরিকল্পিত সেতু নির্মাণ করছে স্
১ ঘণ্টা আগেগাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মজুত থাকা সরকারি বিপুল ওষুধ নষ্ট হয়ে গেছে। সময়মতো রোগীদের মাঝে বিতরণ না করায় ওষুধগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। এতে সরকারি সম্পদের ক্ষতি হয়েছে; একই সঙ্গে সরকারি সেবা থেকে বঞ্চিত হয়েছে হাজারো রোগী।
১ ঘণ্টা আগেঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের (ডিআরএসপি) আওতায় ‘নিরাপদ পথচারী পারাপারে পাইলট প্রকল্প’ বাস্তবায়ন শুরু হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পাইলট প্রকল্পটি রোববার (২০ এপ্রিল ২০২৫) থেকে শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলবে।
২ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ান বাজারের কাঁচামাল ব্যবসায়ী আলাল উদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত মূল দুই আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শামীম হোসেন (২৮) ও মো. ইয়াসিন আরাফাত ওরফে মুরগি ইয়াসিন (২১)।
২ ঘণ্টা আগে