Ajker Patrika

সেতুর মাঝে গর্ত, দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
সেতুর মাঝে গর্ত, দুর্ভোগে ৭ গ্রামের মানুষ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনীর যাত্রাবাড়ী-ধোবারুহী সড়কের ধানখালী খালের ওপর পাকা সেতুর ঢালাই উঠে গর্ত হয়ে গেছে। দীর্ঘদিনেও সেতুটি মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর ওপরের ঢালাই উঠে গিয়ে দুইটি বড় গর্ত হয়ে রড বেরিয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এ জন্য এলাকাবাসীদের সেতুর পাশ দিয়ে ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হয়। এতে তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এলাকাবাসীরা বলেন, যাত্রাবাড়ী বাজারের কাছে অবস্থিত এ সেতুর ওপর দিয়ে বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী, ভটপুর, ধোপাহীসহ পার্শ্ববর্তী এলাকার অন্তত ৫-৭টি গ্রামের মানুষ যাতায়াত করেন। তাঁরা যাত্রাবাড়ী বাজার, বিশকাকানী ইউনিয়ন পরিষদ ও উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের ক্ষেত্রে এ সেতুটি ব্যবহার করেন। 

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কয়েক বছর ধরে সেতুটির মাঝখানের ঢালাই উঠে গিয়ে গর্ত হয়েছে। সেতুটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে এলাকার উৎপাদিত কৃষি পণ্য বাজারে আনতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন সেতুর ওপর দিয়ে হেঁটে আসাও ঝুঁকিপূর্ণ। 

বিশকাকুনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম বলেন, সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এটির ওপরে ভাঙা থাকায় এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটি দ্রুত মেরামত করা প্রয়োজন। 

নবনির্বাচিত চেয়ারম্যান আরও বলেন, আমি কয়েক দিন হলো দায়িত্ব নিয়েছি। সেতুটি সংস্কারের ব্যাপারে শিগগিরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। 

উপজেলা প্রকৌশলী মো. সাদিকুল জাহান রনি বলেন, এ উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই ওই সেতুটির ব্যাপারে অবগত নই। খুব শিগগিরই খোঁজ নিয়ে সেতুটি সংস্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত