Ajker Patrika

ইউপি চেয়ারম্যান মান্নান কারাগারে

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি 
পুলিশের হাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। ছবি: আজকের পত্রিকা
পুলিশের হাতে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের হালুয়াঘাটের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর গাজীরভিটা ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আজ মঙ্গলবার দুপুরে আবদুল মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে আজ ভোররাতে তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

পুলিশ জানায়, গত ৩১ জানুয়ারি রাতে দর্শাপাড় ব্রিজ এলাকায় আবদুল মান্নান সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্যদের নিয়ে জননিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করেন। রাষ্ট্রের সম্পত্তি ক্ষতিসাধনের চেষ্টা থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় লিপ্ত ছিলেন তিনি। এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি হালুয়াঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলা থাকা সত্ত্বেও তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। গত রোববার উপজেলা পরিষদ গেটের সামনে গাজীরভিটা ইউনিয়নবাসীর উদ্যোগে চেয়ারম্যান আবদুল মান্নানের নানা অপকর্মের কথা তুলে ধরে শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ আজ ভোররাতে সেই মামলায় আবদুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ওসি মো. আবুল খায়ের বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আবদুল মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত