দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
তাই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ ২৯৮ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্ত পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী।
ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে, তাই নির্বাচন করব। আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য চেয়ারম্যান পদত্যাগ করেন। কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি।
তাই জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গতকাল রোববার বিকেলে আওয়ামী লীগ ২৯৮ আসনে দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন, কিন্ত পাননি। মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী।
ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান।
বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন করতে দলের কোনো বাধা নেই। নেত্রী বলে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে, তাই নির্বাচন করব। আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজগুলো আপনাদের সঙ্গে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।’
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরীর গাছা থানার তিনটি হত্যা মামলায় শেখ হাসিনা সরকারের ৫ মন্ত্রী ও এক সেনা কর্মকর্তাকে আদালতের মাধ্যমে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামি গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন।
১৩ মিনিট আগেনেত্রকোনার বারহাট্টায় ইউনুস নামে তিন বছর বয়সী এক শিশু বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনোয়াখালী সুবর্ণচরে বাড়ি ফেরার পথে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা নগদ আড়াই লাখ টাকা ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
১ ঘণ্টা আগেমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির দিন পিছিয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন।
১ ঘণ্টা আগে