Ajker Patrika

ইসলামপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে চেয়ারম্যানের ছেলে নিখোঁজ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে ব্রহ্মপুত্রে গোসল করতে গিয়ে চেয়ারম্যানের ছেলে নিখোঁজ

জামালপুরের ইসলামপুর উপজেলায় গোসল করতে গিয়ে ব্রহ্মপুত্র নদে মাহতাবুল রহমান বাবু (১৮) নামে স্থানীয় চেয়ারম্যান ছেলের নিখোঁজের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলে পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় ব্রহ্মপুত্র নদের ঘাটে এ ঘটনাটি ঘটে। 

নিখোঁজ মাহতাবুল রহমান বাবু উপজেলার পলবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকার একটি কলেজে অনার্সে অধ্যয়নরত। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে মাহতাবুল রহমান বাবু নিজ বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। একপর্যায়ে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনে সৃষ্ট গর্তের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর এলাকার মানুষেরা বাবুকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে নেমে পড়েন। 

নিখোঁজ তরুণকে উদ্ধার অভিযান চলছে। ছবি: আজকের পত্রিকা ইসলামপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খাইরুল ইসলাম জানান, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে ডুবুরি দল নিয়ে নিখোঁজ বাবুকে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, ‘ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আমার ছেলে বাবু নিখোঁজ হয়েছে। এখনো ছেলেকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি কাজ করে যাচ্ছে।’ 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কলেজছাত্র বাবুকে উদ্ধার করা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত