Ajker Patrika

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, দুই মাসের মাথায় লাশ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৮
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, দুই মাসের মাথায় লাশ

নেত্রকোনার মোহনগঞ্জে আনিকা জাহান স্বর্ণা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্বর্ণা উপজেলার শেহড়াতলী গ্রামের বাবুল মিঞার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বড়কাশিয়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নাজিমুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় স্বর্ণার। তবে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে কলহ চলছিল। এরই একপর্যায়ে আজ সকালে স্বামীর বাড়িতে বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্বর্ণাকে পাওয়া যায়। 

পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়। 

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ বলে মনে হচ্ছে। পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত