Ajker Patrika

ময়মনসিংহে ১০ শ্রমিকের মধ্যে সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১১: ২৩
ময়মনসিংহে ১০ শ্রমিকের মধ্যে সাড়ে ৫ লাখ টাকার চেক বিতরণ

ময়মনসিংহে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে ৫ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ১০ জন শ্রমিকের মধ্যে ১০টি চেকের মাধ্যমে এই অর্থ বিতরণ করেন জেলা প্রশাসক এনামুল হক। 

সুবিধাভোগীদের মধ্যে সাতজন শ্রমিকের চিকিৎসা বাবদ ৫ লাখ টাকার চেক, দুজন শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষার বৃত্তি বাবদ ৬০ হাজার টাকার চেক এবং একজন শ্রমিকের মৃত্যুজনিত আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়। 

চেক বিতরণের সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকেরা উপস্থিত ছিলেন। 

সূত্র জানায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল থেকে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা, কর্মরত অবস্থায় কোনো শ্রমিক মারা গেলে তাঁর পরিবারকে সর্বোচ্চ ২ লাখ টাকা, কর্মরত কোনো নারী শ্রমিক গর্ভবতী হলে তাঁর আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা শ্রমিকের সন্তানকে সর্বোচ্চ ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত