Ajker Patrika

মাদারগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ওয়ার্ড আ.লীগ সভাপতির মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২০
মাদারগঞ্জে বিদ্যুতায়িত হয়ে ওয়ার্ড আ.লীগ সভাপতির মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহীন (৫০) নামে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের গুনারীতলা পূর্বপাড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সাখাওয়াত হোসেন সাজু।

নিহত শাহীন ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি গুনারীতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁনের ছোট ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বাড়ির উঠানের সেচপাম্পে গোসল করতে পাম্পের সুইচে চাপ দেন শাহীন। এতে পাম্পে পানি না ওঠায় টিউবওয়েল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুতায়িত হন। এরপর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক সালে মাহাদি বলেন, শাহীন নামের রোগীকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত