ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে নিয়মবহির্ভূতভাবে তিনতলার ছাদ ঘেঁষে স্থাপিত ১১ হাজার ভোল্টের পিডিবির লাইনে বিদ্যুতায়িত হয়ে এক হাত হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আনন্দমোহন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী দেবরাজ কর বৃত্ত (১৭)। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে রূপালী কর হারিয়েছেন বাঁ পায়ের চারটি আঙুল। এ ঘটনায় ক্ষতিপূরণসহ দায়ীদের বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী দেবরাজ কর বৃত্তের বড় ভাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবব্রত কর তীর্থ। পঙ্গুত্ববরণ করা দেবরাজ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি কানাডাপ্রবাসী লেখক কেশব করের ছেলে।
সংবাদ সম্মেলনে তীর্থ বলেন, ‘আমার বোন দেবযানী কর প্রাপ্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তাঁর সহপাঠী মারিয়া হক স্বর্ণার বাসা ময়মনসিংহ নগরীর খাগডহর শাহী মসজিদ এলাকায়। গত ১১ এপ্রিল আমিসহ আমার মা রূপালী কর, বোন দেবযানী কর প্রাপ্তি, ছোট ভাই দেবরাজ কর বৃত্তকে নিয়ে ঈদের দাওয়াতে স্বর্ণাদের বাসায় যাই। সেখানে দুপুরে খাওয়ার পর স্বর্ণা আমার বড় বোন প্রাপ্তি ও ছোট ভাই বৃত্তকে নিয়ে তাদের তিনতলা বাসার ছাদে ছবি তুলতে যায়। সেখানে পিডিবির ১১ হাজার ভোল্টের বিপজ্জনক লাইনে বিদ্যুতায়িত হয় আমার ভাই দেবরাজ কর বৃত্ত। এ সময় বৃত্তকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আহত হন। এ ঘটনায় চিকিৎসকেরা আমার ভাইয়ের ডান হাত এবং মায়ের পায়ের চারটি আঙুল কেটে ফেলেন। তাঁরা বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’
এ ঘটনায় গত ২৬ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় বাসার মালিক মনিফা বেগম ও তাঁর মেয়ে মারিয়া হক স্বর্ণার নাম উল্লেখসহ পিডিবির অজ্ঞাতপরিচয় কর্মকর্তা-কর্মচারীদের আসামি করে দেবব্রত কর তীর্থ একটি মামলা করেন।
মামলার বাদী দেবব্রত কর তীর্থের অভিযোগ, ‘বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ করা বাসার তিনতলার ছাদ ঘেঁষে নিয়মবহির্ভূতভাবে ১১ হাজার ভোল্টের পিডিবির লাইন নির্মাণ করায় এবং বাসার মালিকপক্ষ আমাদের সতর্ক না করে ছাদে নিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিপূরণসহ দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি করছি।’
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে মামলার আসামি ও বাসার মালিক মনিফা বেগম বলেন, ‘তারা আমাদের বাসায় বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে আমার দায় আছে বলে মনে করি না। তবে প্রথম পিডিবির ১১ হাজার ভোল্টের লাইনটি আমার ছাদের কোমর সমান উঁচু দিয়ে নেওয়ার কথা ছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ একটি অ্যাঙ্গেল ব্যবহার করে ওই লাইন আমার ছাদের ছয় ইঞ্চি দূর দিয়ে নেয়। ওই দুর্ঘটনার পর লাইনটি তিন-চার ফুট দূরে সরিয়ে দেওয়া হয়।’
জানতে চাইলে পিডিবি ময়মনসিংহ অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের (উত্তর) নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ জানান, দুর্ঘটনার পর ওই লাইন দূরে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ করার কারণে ছাদ ঘেঁষে ১১ হাজার ভোল্টের লাইন স্থাপন করা হয়েছিল। এটি একটি নিছক দুর্ঘটনা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ঘটনায় দায়ী কে তা এখনই বলা যাবে না।
ময়মনসিংহে নিয়মবহির্ভূতভাবে তিনতলার ছাদ ঘেঁষে স্থাপিত ১১ হাজার ভোল্টের পিডিবির লাইনে বিদ্যুতায়িত হয়ে এক হাত হারিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আনন্দমোহন কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী দেবরাজ কর বৃত্ত (১৭)। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে রূপালী কর হারিয়েছেন বাঁ পায়ের চারটি আঙুল। এ ঘটনায় ক্ষতিপূরণসহ দায়ীদের বিচার দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান ভুক্তভোগী দেবরাজ কর বৃত্তের বড় ভাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দেবব্রত কর তীর্থ। পঙ্গুত্ববরণ করা দেবরাজ নগরীর নতুন বাজার এলাকার বাসিন্দা। তিনি কানাডাপ্রবাসী লেখক কেশব করের ছেলে।
সংবাদ সম্মেলনে তীর্থ বলেন, ‘আমার বোন দেবযানী কর প্রাপ্তি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী। তাঁর সহপাঠী মারিয়া হক স্বর্ণার বাসা ময়মনসিংহ নগরীর খাগডহর শাহী মসজিদ এলাকায়। গত ১১ এপ্রিল আমিসহ আমার মা রূপালী কর, বোন দেবযানী কর প্রাপ্তি, ছোট ভাই দেবরাজ কর বৃত্তকে নিয়ে ঈদের দাওয়াতে স্বর্ণাদের বাসায় যাই। সেখানে দুপুরে খাওয়ার পর স্বর্ণা আমার বড় বোন প্রাপ্তি ও ছোট ভাই বৃত্তকে নিয়ে তাদের তিনতলা বাসার ছাদে ছবি তুলতে যায়। সেখানে পিডিবির ১১ হাজার ভোল্টের বিপজ্জনক লাইনে বিদ্যুতায়িত হয় আমার ভাই দেবরাজ কর বৃত্ত। এ সময় বৃত্তকে বাঁচাতে গিয়ে মা গুরুতর আহত হন। এ ঘটনায় চিকিৎসকেরা আমার ভাইয়ের ডান হাত এবং মায়ের পায়ের চারটি আঙুল কেটে ফেলেন। তাঁরা বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন।’
এ ঘটনায় গত ২৬ এপ্রিল কোতোয়ালি মডেল থানায় বাসার মালিক মনিফা বেগম ও তাঁর মেয়ে মারিয়া হক স্বর্ণার নাম উল্লেখসহ পিডিবির অজ্ঞাতপরিচয় কর্মকর্তা-কর্মচারীদের আসামি করে দেবব্রত কর তীর্থ একটি মামলা করেন।
মামলার বাদী দেবব্রত কর তীর্থের অভিযোগ, ‘বিল্ডিং কোড অমান্য করে নির্মাণ করা বাসার তিনতলার ছাদ ঘেঁষে নিয়মবহির্ভূতভাবে ১১ হাজার ভোল্টের পিডিবির লাইন নির্মাণ করায় এবং বাসার মালিকপক্ষ আমাদের সতর্ক না করে ছাদে নিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিপূরণসহ দায়ীদের বিরুদ্ধে বিচার দাবি করছি।’
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে মামলার আসামি ও বাসার মালিক মনিফা বেগম বলেন, ‘তারা আমাদের বাসায় বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে আমার দায় আছে বলে মনে করি না। তবে প্রথম পিডিবির ১১ হাজার ভোল্টের লাইনটি আমার ছাদের কোমর সমান উঁচু দিয়ে নেওয়ার কথা ছিল। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ একটি অ্যাঙ্গেল ব্যবহার করে ওই লাইন আমার ছাদের ছয় ইঞ্চি দূর দিয়ে নেয়। ওই দুর্ঘটনার পর লাইনটি তিন-চার ফুট দূরে সরিয়ে দেওয়া হয়।’
জানতে চাইলে পিডিবি ময়মনসিংহ অঞ্চলের বিক্রয় ও বিতরণ বিভাগের (উত্তর) নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ জানান, দুর্ঘটনার পর ওই লাইন দূরে সরিয়ে দেওয়া হয়। তিনি বলেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ করার কারণে ছাদ ঘেঁষে ১১ হাজার ভোল্টের লাইন স্থাপন করা হয়েছিল। এটি একটি নিছক দুর্ঘটনা বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনার তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে। এ ঘটনায় দায়ী কে তা এখনই বলা যাবে না।
ট্রাকের মালিক বগুড়ার মালীপাড়া গ্রামের আলমগীর হোসেন বলেন, ‘ট্রাকটি চুরি হয়ে যাওয়ার পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি।’ এরপর বিষয়টি ওসিকে জানানো হলে তিনি বলেন, যেভাবেই হোক আপনার ট্রাকটি উদ্ধার করতেই হবে। তা না হলে এলাকায় এ ধরনের ঘটনা আরও ঘটবে। এরপর ট্রাকটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেউত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত কুমিল্লার মাহতাব রহমান ভূঁইয়ার গ্রামের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনীর প্রতিনিধিদল। আজ রোববার দুপুরে তারা দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারী গ্রামে মাহতাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এবং পারিবার
৬ মিনিট আগেনরসিংদীর শিবপুরে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর (ইটাখোলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি হলো মুন্সেফেরচর কাঁঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।
২২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচরের চর আমান উল্যাহ ইউনিয়ন ও কাটাবুনিয়া ৩ নম্বর ওয়ার্ডের মারদোনা খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ রোববার সুবর্ণচর উপজেলা চত্বরে এই মানববন্ধন হয়। চর আমান উল্যাহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণির জনগণ এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, খাল দখলমুক্ত না হলে এলাকা
২৯ মিনিট আগে