Ajker Patrika

মধ্যরাতে হঠাৎ আগুন পুড়ে মরল তিন গাভি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৬: ৫১
মধ্যরাতে হঠাৎ আগুন পুড়ে মরল তিন গাভি

নেত্রকোনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সরকার বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে হঠাৎ আগুন লাগে। এতে রথীন সরকারের বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে যায়। লোকজন কোনো রকম বেরিয়ে এসে প্রাণে বাঁচে। তবে আগুনে পুড়ে মারা যায় তিনটি অস্ট্রেলিয়ান গাভি। এর একটির পেটে বাছুর ছিল।

এ বিষয়ে আজ বুধবার জানতে চাইলে রথীন সরকারের ভাই রবীন সরকার বলেন, মঙ্গলবার রাতে তাঁর মেজো ভাই রথীন সরকার কৃষিজমিতে সেচের পানি দিতে বাড়ির বাইরে ছিলেন। বসতঘরে রথীনের স্ত্রী ও তিন সন্তান ঘুমিয়েছিলেন। রাত ১২টার দিকে হঠাৎ আগুনের তাপে তাঁদের ঘুম ভাঙে। শুরু হয় চিৎকার-চেঁচামেচি। চিৎকার শুনে গ্রামের লোকজন ছুটে আসেন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। 

পরে সদর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে লাগোয়া তিনটি ঘরই পুড়ে যায়। গোয়ালঘরে তিনটি অস্ট্রেলিয়ান গাভি ছিল। সেগুলো বের করা সম্ভব হয়নি। তাই পুড়ে মরে। এ ছাড়া ধান-চাল, আসবাব, ফ্রিজ, টিভি, দুটি সাইকেল, তিনটি মোবাইল ফোন পুড়ে যায়। 

সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহসান সুমন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। 

জেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আনোয়ার হোসেন বলেন, আগুন কীভাবে লাগে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজনের দাবি, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাঁদের পক্ষ থেকে কোনো হিসাব করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত