নেত্রকোনা প্রতিনিধি
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর একটি দল।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালানো দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলামকে (২২) নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোয়াতলা এলাকায় অভিযান চালিয়ে শহিদুলকে গ্রেপ্তার করে র্যাব-১৪-এর একটি দল।
গ্রেপ্তার শহিদুল ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সেকেন্দার নগর গ্রামের মো. রোকন মিয়ার ছেলে।
র্যাব জানায়, ঢাকার কেরানীগঞ্জ থানায় করা দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শহিদুল ইসলাম। গত ১৭ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য থাকায় এদিন সকালে ঢাকার জজকোর্ট হাজতখানা থেকে শহিদুলসহ অন্যান্য আসামিকে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা দেয় পুলিশ। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের উত্তর পাশের সিঁড়ির নিচে আসার পর শহিদুল সুকৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সারা দেশে বেতার বার্তা পাঠানো হয়। বার্তা পেয়ে ময়মনসিংহ র্যাব-১৪ পলাতক শহিদুলকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে। তথ্য-উপাত্ত সংগ্রহ করে নেত্রকোনার কলমাকান্দায় শহিদুলের অবস্থান নিশ্চিত করে র্যাব। পরে গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব কর্মকর্তা সামসুজ্জামান জানান, গ্রেপ্তার শহিদুলকে ঢাকার (ডিএমপি) কোতোয়ালি থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১৫ মিনিট আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে