Ajker Patrika

নেত্রকোনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭: ১৯
নেত্রকোনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা শহরের সুপার মার্কেট এলাকায় পেঁয়াজের বাজার তদারকির সময় এই জরিমানা করা হয়। 

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী এই অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের কয়েকজন সদস্য তাঁর সঙ্গে ছিলেন। 

জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী এসব তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, জেলাজুড়ে এই অভিযান অব্যাহত থাকবে। 

ভোক্তা-অধিকার কার্যালয় থেকে জানা গেছে, বাজার তদারকির সময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার যথাযথ রসিদ সংরক্ষণ না করায় তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এতে মেসার্স গফুর ট্রেডার্স নামের এক প্রতিষ্ঠানকে চার হাজার, মুসলিম ট্রেডার্সকে চার হাজার ও মনি এন্টারপ্রাইজকে পাঁচ হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাদের সতর্ক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত