Ajker Patrika

বেড়ানোর কথা বলে এনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২২: ১০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেড়ানোর কথা বলে এনে এক তরুণীকে বন্ধু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার তরুণী (১৯) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তরুণেরা ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম (২৪), শান্ত মিয়া (১৯), জীবন মিয়া (২২) ও মো. নাঈম মিয়া (১৯)।

জানা গেছে, লিটন মিয়ার বাড়িতে গতকাল রাতে তরুণীকে চার তরুণ ধর্ষণ করেন। প্রায় এক বছর আগে মোবাইল ফোনে অটোরিকশাচালক জাহাঙ্গীর আলমের সঙ্গে সম্পর্ক হয়েছিল তরুণীর।

গতকাল বিকেলে গৌরীপুর পৌর শহরের পাটবাজার থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তরুণীকে নিয়ে আসেন জাহাঙ্গীর। পরে তাঁরা একটি বাড়িতে নিয়ে তাঁকে দলবদ্ধ ধর্ষণ করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা গা ঢাকা দিয়েছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘মেয়েটিকে উদ্ধার করে থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তবে এখনো মামলা করা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

চোখের জলে পাইলট তৌকিরের বিদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত