নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর হাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা দোকানের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বাজার কমিটির লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ক্রেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযোগ ওঠা ব্যক্তিরা।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি আজ মঙ্গলবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, ধনু নদীর পাড়ে গাগলাজুর বাজারে সপ্তাহে রোববার কেনাকাটার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। তাই শুরু থেকেই হাটের মাঝামাঝি স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়।
এদিকে ১৫ থেকে ২০ দিন ধরে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে ভাসমান ব্যবসায়ীদের বিতাড়িত করার জন্য গালমন্দসহ নানাভাবে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে তিন ব্যবসায়ীর দোকানের জায়গা দখল করে নিয়েছেন মিজানুর ও তাঁর লোকজন। এর প্রতিবাদে সাপ্তাহিক হাটের দিন দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে এই ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার জানামতে কোনো দোকানদারকে গালমন্দ করিনি বা তাঁদের জায়গাও দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে ভাসমান দোকানদারেরা বেশ কয়েকটি ভিটে আমাদের স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
বাজার কমিটির সভাপতি মো. রাসেল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর হাটের ভাসমান ব্যবসায়ীদের জন্য বরাদ্দ করা দোকানের জায়গা দখল করার অভিযোগ উঠেছে বাজার কমিটির লোকজনের বিরুদ্ধে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছেন স্থানীয় ক্রেতারা।
এ ঘটনায় প্রতিকার চেয়ে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গতকাল সোমবার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে, জায়গা দখলের বিষয়টি অস্বীকার করেছেন অভিযোগ ওঠা ব্যক্তিরা।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি আজ মঙ্গলবার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সরেজমিনে তদন্ত করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, ধনু নদীর পাড়ে গাগলাজুর বাজারে সপ্তাহে রোববার কেনাকাটার হাট বসে। হাটে বিভিন্ন এলাকা থেকে ভাসমান ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসেন। তাই শুরু থেকেই হাটের মাঝামাঝি স্থানে বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়।
এদিকে ১৫ থেকে ২০ দিন ধরে বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাঁর লোকজন নিয়ে ভাসমান ব্যবসায়ীদের বিতাড়িত করার জন্য গালমন্দসহ নানাভাবে কার্যক্রম চালাচ্ছেন। এরই মধ্যে তিন ব্যবসায়ীর দোকানের জায়গা দখল করে নিয়েছেন মিজানুর ও তাঁর লোকজন। এর প্রতিবাদে সাপ্তাহিক হাটের দিন দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে এই ঘটনার প্রতিকার চেয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।
বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘আমার জানামতে কোনো দোকানদারকে গালমন্দ করিনি বা তাঁদের জায়গাও দখল করিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে ভাসমান দোকানদারেরা বেশ কয়েকটি ভিটে আমাদের স্থানীয় লোকজনের কাছে বিক্রি করে দিয়েছেন। আমি এর প্রতিবাদ জানিয়েছি মাত্র।’
বাজার কমিটির সভাপতি মো. রাসেল মিয়া বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। তবে আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।’
রংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
৫ মিনিট আগেভোলা জেলা কারাগারে মো. শফিউল আলম শফি (৪৯) নামের এক কয়েদি মারা গেছেন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি ছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শফিকে ভোলা জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন।
২৪ মিনিট আগেফিলিং স্টেশনের কর্মচারী কাজী মারুফ হোসেন হত্যা মামলায় সহকর্মী রাব্বীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা, ফরিদা ইয়াসমিন এ রায় দেন। একই সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
২৬ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণের মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল আহমেদ দুর্জয়কে (২৪) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পা
৩৮ মিনিট আগে