Ajker Patrika

মদনে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর পুড়ে ছাই

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৬: ১৮
মদনে অগ্নিকাণ্ডে ৬ দোকানঘর পুড়ে ছাই

নেত্রকোনার মদন উপজেলায় অগ্নিকাণ্ডে ছয় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে মদন পৌর সদরের দেওয়ান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ছয় দোকান মালিকের প্রায় ২০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

স্থানীয় লোকজন ও মদন ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা গেছে, মদন পৌর সদরের দেওয়ার বাজারের ব্যবসায়ীরা দিন শেষে বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশের দোকানঘরের ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। কিন্তু আলী আহম্মদ, আল আমিন, শাহজাহান, জাকির মিয়া, উজ্জল পাল ও মুখলেছ মিয়ার দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। 

মদন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সুজিত কুমার ঘোষ বলেন, অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৬ দোকান মালিকের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের দোকানগুলো থেকে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত