নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় পলাতক চোরাকারবারি অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অলি আহমেদ ওই উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অলি আহমেদ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত চোরাচালানের সিন্ডিকেট চালাতেন। সীমান্তের চোরাচালান তাঁর মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সীমান্তে ত্রাস সৃষ্টি করে এসব চোরাচালান পরিচালনা করতেন। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক হামলারও অভিযোগ রয়েছে। ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে অলি আহমেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অলি আহমেদ ভারতে পালিয়ে যান। তবে ঈদ উপলক্ষে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
ওসি বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে।
নেত্রকোনার কলমাকান্দায় পলাতক চোরাকারবারি অলি আহমেদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন তিনি ভারতে পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অলি আহমেদ ওই উপজেলার সদর ইউনিয়নের আগবকজান গ্রামের মৃত লাল চাঁন তালুকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, অলি আহমেদ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক রেখে সীমান্ত চোরাচালানের সিন্ডিকেট চালাতেন। সীমান্তের চোরাচালান তাঁর মাধ্যমে নিয়ন্ত্রণ হতো। তাঁর নিজস্ব বাহিনী দিয়ে সীমান্তে ত্রাস সৃষ্টি করে এসব চোরাচালান পরিচালনা করতেন। ২০২৪ সালে কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন তিনি।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক হামলারও অভিযোগ রয়েছে। ২০০৮ সালে সাত বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার দায়ে অলি আহমেদকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। চার বছর কারাভোগের পর আইনি প্রক্রিয়ায় তিনি মুক্তি পান।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অলি আহমেদ ভারতে পালিয়ে যান। তবে ঈদ উপলক্ষে দেশে ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। যৌথ বাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘অলি আহমেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে চোরাচালানের একটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার তাঁকে জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।’
ওসি বলেন, জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ় অবস্থানে রয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদল নেতার একটি ফেসবুক পোস্টে মন্তব্যকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সংঘর্ষে জড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
১৮ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে বাউল সন্ধ্যার এক আসর বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ দক্ষিণপাড় এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া অনুমতিবিহীন এ আয়োজন রাত সাড়ে ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়।
৩৩ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় মো. মাহবুবুর রহমান (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠের একটি ঘাসখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলা প্রশাসন অনুমোদিত মুরাদাবাদ নৌঘাটের অধীনে নিয়মবহির্ভূতভাবে কুলকান্দী পাইলিং ঘাট থেকে নৌকা পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে মুরাদাবাদ নৌঘাটের ইজারাদার এ অভিযোগ অস্বীকার করেছেন।
১ ঘণ্টা আগে