জামালপুর প্রতিনিধি
সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
সারা দেশে শাখা খুলে সাধারণ মানুষের কাছ থেকে বিনা জামানতে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে জামালপুরের পুলিশ। জেলা শহরের তমালতলা এলাকায় নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাখা খুলে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে জামালপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান এক সংবাদ সম্মেলনে প্রতারক চক্রের বিষয়ে বিভিন্ন তথ্য দেন। এ সময় তিনি বলেন, ‘প্রতারক চক্রটিকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জামালপুর শহরের তমালতলায় সওদাগর ম্যানশনে নিউ স্ট্যান্ডার্ড ফিন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামের একটি প্রতিষ্ঠানের শাখা অফিস খোলা হয়েছে। সেখানে লোকবল নিয়োগের নামে জামানত বাবদ ১ লাখ টাকা এবং কর্মীদের মধ্যে ৩০ লাখ টাকা ঋণ বিতরণের টার্গেট দেওয়া হয়। এ জন্য কর্মীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের চাহিদা অনুয়ায়ী ১০ পারসেন্ট সার্ভিস চার্জ ও ১০ পারসেন্ট অগ্রিম টাকা প্রতিষ্ঠানে জমা নেওয়া হয়।
নিয়োগের কয়েক মাস অতিবাহিত হলেও কর্মীদের কোনো বেতন-ভাতা না দিয়ে প্রতারণা শুরু করে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানের শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিল। এই খবর পেয়ে কর্মীরা সেখানে এলে শাখা ম্যানেজার আশরাফুল ইসলাম তাঁদের দেখে পালিয়ে যান।
পুলিশ সুপার কামরুজ্জামান জানান, প্রতিষ্ঠানের শাখা উদ্বোধন অনুষ্ঠানে কর্মীদের মধ্যে জমা দেওয়া অগ্রিম ও ঋণগ্রহীতাদের টাকা ফেরত নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি পুলিশের নজরে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ভুক্তভোগীরা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনার চার দিন পর সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই পৃথক চারটি হত্যা মামলা করেছে পুলিশ। সবকটি মামলায় নিহত ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হয়েছেন বলে
৮ মিনিট আগেরাজধানীর কদমতলী থানা এলাকায় মোসাম্মাৎ ইয়াসমিন আলম ও তাঁর মেয়ে ইরিনা আলম তানহাকে খুনের দায়ে সৎছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় দেন।
২৪ মিনিট আগেতিনি জানান, সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় শহীদুল আলমকে তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
২৮ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে রাতের অন্ধকারে রড ছাড়াই আরসিসি সড়কে ঢালাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে কাজ ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ও শ্রমিকেরা। গতকাল শনিবার রাত ১১টার দিকে উলিপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নাজমার বাড়ির সামনে থেকে নাড়িকেলবাড়ী খামার সরকারি
১ ঘণ্টা আগে