Ajker Patrika

জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
জঙ্গল থেকে নবজাতক উদ্ধার

নেত্রকোনায় জঙ্গল থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের পৌরসভার নাগড়া সওদাগর পাড়ার একটি জঙ্গলের পাশ থেকে মডেল থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে। 

উদ্ধার হওয়া নবজাতকটি বর্তমানে আধুনিক সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। 

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে শহরের পৌরসভার নাগড়া সওদাগর পাড়ায় একটি জঙ্গলের পাশে অজ্ঞাতনামা নবজাতকের কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় লোকজন থানায় সংবাদ দেয়। সংবাদের প্রেক্ষিতে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে নবজাতককে উদ্ধার করে শিশুটির পরিচর্যার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। এরপর থানার নিজস্ব ফেসবুক পেজে এবং স্থানীয়ভাবে শিশুটির সঠিক পরিচয় জানাতে পুলিশ একটি পোস্ট করে। কেউ চিনতে পারলে নেত্রকোনা মডেল থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়। পুলিশের এস আই নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে এসব তথ্য জানান। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এরই মধ্যে অনেকেই বাচ্চাটিকে দত্তক নেওয়ার জন্য বিভিন্ন মাধ্যমে এবং সরাসরি থানায় উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করেছেন। দত্তক দেওয়ার বিষয়টি বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্ধারিত হবে বলেও জানান তিনি।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত