Ajker Patrika

শেরপুরে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৪ মে ২০২৩, ১০: ৫৮
শেরপুরে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে শেরপুরে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শেরপুরের সিআর আমলি আদালতে ওই মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। মামলায় আরও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করা হয়েছে। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম খান নালিশি অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম মোছাদ্দেক ফেরদৌসী। মামলার অভিযোগে বলা হয়, রাজশাহীর পুঠিয়ায় বিএনপির এক জনসভায় অজ্ঞাতনামা দু-তিনজনের প্ররোচনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে প্রকাশ্যে হুমকি দেন, যা মানহানি ও প্রাণনাশের হুমকিস্বরূপ এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওই জঘন্যতম অপরাধের ন্যায়বিচার হওয়া প্রয়োজন। 

আদালতে মামলা দায়েরের পর মামলার বাদী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু স্থানীয় সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি। রাজশাহীর বিএনপি নেতা চাঁদের হত্যার হুমকির ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই দলের একজন নেতা হিসেবে দায়িত্বশীলতার প্রশ্নেই তিনি এই মামলা দায়ের করেন। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত