Ajker Patrika

ময়মনসিংহে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল, অসন্তুষ্ট বোর্ড চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
ময়মনসিংহে বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। যা গত বছর ছিল ৮৫ শতাংশ। এবার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। এমন ফলাফলে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার সারা দেশের মতো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বেলা ২টায় শিক্ষা বোর্ডের কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন শিক্ষার্থীদের মধ্যে পাস করেছে ৬১ হাজার ৪৫৬ জন। পাসের হার ৫৮ দশমিক ২২ শতাংশ। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৬১২ জন, ছাত্রী ৩১ হাজার ৮৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫-এর দিকে এগিয়ে রয়েছে।

বোর্ডের চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা মনোযোগ সহকারে পড়াশোনা না করার কারণে ফলাফল খারাপ হয়েছে। ৩ হাজার ৩২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলেও ১১টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা জানান বোর্ড চেয়ারম্যান।

এদিকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল করেছে, তারা আনন্দ-উল্লাসে মেতে ওঠে। ফলাফল ঘোষণার পর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উল্লাস মেতে ওঠে। বরাবরের মতো এবারও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সাফল্যের ধারা ধরে রেখেছে।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নাছিমা আক্তার বলেন, ‘পরীক্ষায় ৩১৮ জনের মধ্যে ৩১৭ জন অংশগ্রহণ করে। এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৫৩ জন শিক্ষার্থী। এমন ফলাফলে আমরা খুবই উল্লসিত। শিক্ষার্থীরা পরিবর্তী জীবনে সাফল্য ধরে রাখবে সেই প্রত্যাশা রাখছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত