Ajker Patrika

বাসরঘর থেকে আটক যুবক, অন্য কিশোরীকে ধর্ষণের মামলা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫২
এক কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন কথিত প্রেমিক মো. আবুল কালাম। অন্যত্র বিয়ে করায় বাসরঘর থেকে তাঁকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
এক কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন কথিত প্রেমিক মো. আবুল কালাম। অন্যত্র বিয়ে করায় বাসরঘর থেকে তাঁকে আটক করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৬) ধর্ষণ করে আসছিলেন এক যুবক। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই কিশোরী। এদিকে কথিত প্রেমিক মো. আবুল কালাম (২৬) গত বুধবার অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে বাসরঘর থেকে অভিযুক্ত কালামকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকারও করেন তিনি। আজ শুক্রবার ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই কিশোরী বাবার সঙ্গে বাড়িতে থাকত। তার মা ঢাকায় চাকরি করেন। এর মধ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে কয়েকবার ধর্ষণ করেন অভিযুক্ত কালাম। এতে কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, গত মঙ্গলবার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বুধবার বাড়িতে এসে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে সে অন্তঃসত্ত্বা। এরপর সে কালামের কথা জানায়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের বিষয়টি স্বীকার করেছেন কালাম। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী কিশোরীকেও আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। এরপর ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত