Ajker Patrika

দেওয়ানগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৩
দেওয়ানগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরে সারবোঝাই ট্রাক উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের গারোহারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন জয়নাল আবেদীন (৫০) ও তাঁর স্ত্রী হাছনা বেগম (৪২)। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সাংসারিক কাজ শেষে জয়নাল আবেদীন স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারীগামী সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়োহারি এলাকায় সড়কের পাশে জয়নাল আবেদীনের বসতঘরের ওপর উল্টে যায়। এ সময় ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তাঁর স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। 

ঘরে থাকা ঘুমন্ত দুই সন্তান বেঁচে যায়। আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করেন। এ সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। 

সানন্দবাড়ী ফাঁড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ যোহায়ের হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ও সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত