Ajker Patrika

বকেয়া বিল চাওয়ায় ২ বিদ্যুৎকর্মীকে দা নিয়ে ধাওয়া 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
বকেয়া বিল চাওয়ায় ২ বিদ্যুৎকর্মীকে দা নিয়ে ধাওয়া 

ময়মনসিংহের নান্দাইলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী পাঁচ মাসের বকেয়া বিল আদায় করতে গেলে তাঁদের দা দিয়ে দৌড়ানির অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে নান্দাইল পৌর সভার কাটলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গ্রাহক মো. বাককেম ফকির ও তাঁর ছেলে রিগ্যান আহমেদ ফাহাদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। 

খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামসহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা গিয়ে বিদ্যুৎ লাইন কেটে দেন। 

পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিস সূত্রে জানা গেছে, পৌরসভার বাসিন্দা খুরশেদ আলম ফকিরের ছেলে বাককেম ফকির পল্লী বিদ্যুতের গ্রাহক। গত পাঁচ মাস যাবৎ তিনি বিল দেননি। বর্তমানে ৭ হাজার ১৯১ টাকা বকেয়া জমা। আজ সোমবার দুপুরে বিদ্যুৎ অফিসের দুই কর্মচারী বকেয়া বিদ্যুৎ বিল আনতে গেলে দুই কর্মচারীকে বিল দেবেন না বলে জানান তাঁরা। 

পরে তারা বিদ্যুৎ লাইন কেটে দিতে চাইলে ধারালো দা দিয়ে দুই কর্মচারীকে দৌড়ানি দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নান্দাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান ঘটনাস্থলে গিয়ে লাইন কেটে দেন। 

নান্দাইল পল্লী বিদ্যুতের ডিপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) বিপ্লব কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রাহক বাককেম ফকিরের বিরুদ্ধে এর আগেও বিদ্যুতের বকেয়া বিল থাকায় মামলা হয়েছিল। দুই কর্মচারীকে বকেয়া বিলের জন্য পাঠালে সে টাকাও দিবে না, লাইনও কাটতে দিবে না বলে দা দিয়ে দৌড়ানি দিয়েছে। আমার অফিসে এসে ফাহাদ অসৌজন্যমূলক আচরণও করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত