আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
প্রাণ ফিরেছে নেত্রকোনার আটপাড়ার শাপলার বিলে। করোনার কারণে মৌসুমের শুরুর দিকে দর্শনার্থী কম হলেও এখন বাড়ছে পর্যটকদের সংখ্যা। প্রতিদিন বিস্তীর্ণ বিলের পানিতে ফুটে থাকা লাল, সাদা আর নীল শাপলা ফুল দেখতে ভিড় জমাচ্ছেন দূর দুরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
ভাদ্রের শেষে আশ্বিনের শুরুতে নেত্রকোনার আটপাড়ায় বিভিন্ন বিলে দেখা যাচ্ছে, শাপলা, পদ্ম, আর শালুক ফুলের অপরূপ দৃশ্য। এ যেন বিরাট এক শাপলার রাজ্য। যেখানে লতা-পাতা-গুল্মে ভরা শত সহস্র লাল শাপলা। বিলের যত ভেতরে যাওয়া যায় সবুজের আড়ালে ততই বাড়তে থাকে লালের সমারোহ। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা।
নেত্রকোনার সদর থেকে ১৭ কিলোমিটার পূর্বে আটপাড়া উপজেলার প্রত্যন্ত বিল অঞ্চল ডুবি। এ ছাড়াও উপজেলার দুওজ, চারিয়া, লুনেশ্বর, দক্ষিণ সোনাজুর, বালাইচ, বাহাদুরপুর এবং করাপধূপসহ বিভিন্ন গ্রামের বিলে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন জলজ ফুলের বিস্তীর্ণ এলাকা বর্ষার ছয় মাস পানিতে ডুবে থাকে। আষাঢ়ের শুরুতে বিলে প্রকৃতিগতভাবে ফুটে উঠে হাজার হাজার শাপলা। শ্রাবণ থেকে ফুটতে শুরু করে লাল, সাদা আর বেগুনি রঙের এই শাপলা ফুল। ফুলে ফুলে ছেয়ে যায় বিল। আশ্বিনে পায় ভরা যৌবন।
কাছ থেকে দেখে মনে হয় প্রকৃতি যেন ডানা মেলে সাজিয়ে রেখেছে বিলের পুরো অঞ্চল। আর শাপলার এই সৌন্দর্য উপভোগ করতে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরাও। নৌকায় দিয়ে বিলের পানিতে বেড়িয়ে শাপলার সৌন্দর্য উপভোগ করছেন হাজারো দর্শনার্থী।
কার্তিক মাস পর্যন্ত বিলে শাপলার ফুল থাকে। এর পর ধীর ধীরে বিলের পানি নেমে যেতে থাকলে জমির আগাছা পরিষ্কার করে কৃষি কাজে নেমে পড়েন স্থানীয় কৃষকেরা।
স্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
২০ মিনিট আগেশনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর হাইওয়ে থানা সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
২৪ মিনিট আগেসোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে দিনভর ছিল স্থবিরতা। এর প্রভাব পড়েছে নগরের অন্যান্য অংশে। প্রবেশমুখ-সংলগ্ন সড়কগুলোতে তীব্র যানজট থাকলেও অন্যত্র ছিল গণপরিবহনের সংকট। এতে ভোগান্তিতে পড়েন মানুষ।
৬ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টেলিফোন এক্সচেঞ্জটি এখন গ্রাহকের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একসময় নেওয়া ফোন সংযোগ এখন অধিকাংশ গ্রাহকের না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে বিল। অন্যদিকে অল্প কয়েকটি ইন্টারনেট সংযোগেও সেবার...
৬ ঘণ্টা আগে