Ajker Patrika

জামালপুরে সেচ দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৪ 

জামালপুর প্রতিনিধি
জামালপুরে সেচ দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৪ 

জামালপুরের মাদারগঞ্জে ধান খেতে পানি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার তেঘরিয়া এলাকায় এই সংঘর্ষ হয়। এতে আহত ১৪ জনকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদেরকে সেখান থেকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ বলছে, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রফিকুল ইসলাম বলেন, গতকাল রোববার বিশ্ব ইজতেমা থাকায় তাঁর নাতি সাকিব সকালে ধান খেতে সেচের পানি দিতে যায়। এ সময় পতিপক্ষের জুয়েল ও আসাদ মারধর করে সাকিবকে। পরে সাকিব বাড়িতে এসে পরিবারকে জানায়। রাতে ইজতেমা থেকে বাড়ি ফিরে রফিকুল ইসলাম ঘটনা জেনে সোমবার দুপুর সাড়ে ১২টায় জুয়েলদের বাড়িতে গেলে বাদশা, মারুফ মাসুদসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মহিলাসহ ১৪ জন আহত হন। 

জুয়েল আজকের পত্রিকাকে বলেন, আমাদের জমিতে জোর করে পানি দিতেছিল রফিকুলের পরিবারের লোকজন। পরে ছোট ভাইকে পাঠিয়ে পানি দেওয়া বন্ধ করা হয়। আজ দুপুরে রফিকুল ইসলামসহ ১৫-২০ জন দা-লাঠি নিয়ে আমাদের ওপর হামলা চালায়। 

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম শহিদুল রহমান আজকের পত্রিকাকে বলেন, হাসপাতালে মাদারগঞ্জ উপজেলা থেকে দুই পক্ষের মারামারির বেশ কয়েক জন রোগী আসে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা অনুযায়ী চিকিৎসা চলছে। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মাদারগঞ্জ থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত