Ajker Patrika

ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু

ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) এলাকায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।

২২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লাখ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ সেবনের লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানায় ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

প্রিমিয়ার আইডিয়াল স্কুলে উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র মো. ইকরামুল হক টিটু শিশুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের আহ্বান জানান। বিশেষত হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিষ্কার রাখা, টয়লেটের পর হাত ধোয়ার ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. চাঁন মিয়াসহ অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত