Ajker Patrika

জামালপুরে জমির বিরোধে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ০৭
জামালপুরে জমির বিরোধে বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে বাড়িতে হামলা চালিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার সরিষাবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সাবেক নৌ-কর্মকর্তা মোহাম্মদ রুহেনূল ইসলাম ফারুক। পুলিশ বলছে, এ ঘটনায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ রয়েছে।

এবিষয়ে অপর পক্ষ সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম রতনের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

সাবেক নৌ-কর্মকর্তা মোহাম্মদ রুহেনূল ইসলাম ফারুক দাবি করেন, তিনি ১৯৯০ সালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার বড় মসজিদ সংলগ্ন ৬ শতক জমি কিনে বসবাস করে আসছেন। কিন্তু প্রতিবেশী রবিউল ইসলাম রতন জাল দলিল করে বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা করেন।

বিষয়টি নিয়ে তিনি স্থায়ী নিষেধাজ্ঞা ও স্বাক্ষর জালের অভিযোগে আদালতে পৃথক তিনটি মামলা ও থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে জানান।

রুহেনূল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার সকালে তিনি বাড়ির সীমানা প্রাচীর পুননির্মাণের কাজ শুরু করেন। এ সময় রবিউল ইসলাম রতন, তাঁর স্ত্রী শিক্ষিকা আফরোজা বেগম ও ছেলে আকাশসহ অন্য লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাকে, তাঁর স্ত্রী লুৎফা আক্তার (৫৮) ও মেয়ে রাবেয়া খাতুনকে (২৯) মারধর করা হয়। হামলাকারীরা চারটি টিনের বেড়া, একটি সিসি ক্যামেরা ও দুটি স্মার্টফোন ভাঙচুর করে নির্মাণকাজ বন্ধ করে দেয়। ওই হামলাকারীদের ভয়ে নৌ–কর্মকর্তার পরিবার বাড়ি থেকে বের হতে পারছেন না। 

এ ব্যাপারে জানতে শিক্ষক রবিউল ইসলাম রতনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় উভয়পক্ষের লিখিত অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

নারী আসন নিয়ে সিদ্ধান্ত হচ্ছে নারীদের ছাড়াই

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত