Ajker Patrika

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মাহমুদা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার তারাটি ইউনিয়নের কলাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত মাহমুদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা আব্দুর রউফের স্ত্রী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার চাচা আব্দুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় আজ সকালে স্থানীয় গণমান্যরা সালিস করেন। কিন্তু সালিসে বিষয়টি সমাধান না হওয়ায় সবাই বাড়ি চলে যায়।’ 

আব্দুর রউফ আরও বলেন, ‘আজ দুপুরে আমরা জুমার নামাজ পড়তে মসজিদে চলে যায়। এ সময় চাচা আব্দুর রাজ্জাক ও তাঁর ছেলে মাসুদ আমার স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় তিনি।’ এ ঘটনার বিচার দাবি জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। কী কারণে এমন হয়েছে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত