Ajker Patrika

দুর্গাপুরে ৫ দিনব্যাপী গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সভা উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫২
Thumbnail image

নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) ১৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট-মণ্ডলীতে এই সভার উদ্বোধন করেন জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুণ কুমার দারিং। 

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়। এ ছাড়া উত্তরীয় পরানো হয়। পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তারা, বোর্ড ও সোসাইটির প্রধানেরা বক্তব্যে দেন। 

আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার খ্রিষ্টভক্ত অংশ নেবেন। প্রতিদিন পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এ ছাড়া হিসাব-নিকাশ করা ও কনভেনশন ভবিষ্যতে কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। 

এ উপলক্ষে অনুষ্ঠিত মেলায় আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত