Ajker Patrika

দুর্গাপুরে ৫ দিনব্যাপী গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সভা উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪: ৫২
দুর্গাপুরে ৫ দিনব্যাপী গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের সাধারণ সভা উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে পাঁচ দিনব্যাপী আয়োজিত বাংলাদেশ গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের (জিবিসি) ১৩৩তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের ভবানীপুর ব্যাপ্টিস্ট-মণ্ডলীতে এই সভার উদ্বোধন করেন জিবিসির প্রেসিডেন্ট পাস্টার বরুণ কুমার দারিং। 

উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের বরণ করা হয়। এ ছাড়া উত্তরীয় পরানো হয়। পরে গারো সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য ও গান পরিবেশন করেন। এরপর আলোচনা সভায় সেন্ট্রাল কমিটি অফিসের কর্মকর্তারা, বোর্ড ও সোসাইটির প্রধানেরা বক্তব্যে দেন। 

আয়োজকেরা জানান, পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত সাধারণ সভায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার খ্রিষ্টভক্ত অংশ নেবেন। প্রতিদিন পতাকা উত্তোলন, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও ভলিবল প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান হবে। এ ছাড়া হিসাব-নিকাশ করা ও কনভেনশন ভবিষ্যতে কীভাবে চলবে তার পরিকল্পনা তৈরি করা হবে। 

এ উপলক্ষে অনুষ্ঠিত মেলায় আসবাবপত্র, পোশাক, খেলনা ও খাবারের দোকানসহ অর্ধশতাধিক স্টল বসেছে। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত