প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)
ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করেন সোহেল রানা। কোরবানির ঈদে গ্রামের এসেছিলেন তিনি। আগামী রোববার থেকে সরকার গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে বাধ্য হয়ে ঢাকামুখী গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন বাসস্ট্যান্ডে। কিন্তু গাড়ি তো নেই তাই বাধ্য হয়ে ২০০ টাকার ভাড়া এক হাজার দিয়ে মালবাহী ট্রাকে করে যেতে হচ্ছে তাঁকে।
সোহেল রানা বলেন, `আমি ও আমার স্ত্রী ঢাকায় গার্মেন্টস কাজ করি। ঈদের আগে গাড়ি চলতে দিল এখন গাড়ি বন্ধ করে গার্মেন্টস খুলে দিল। অথচ আমাদের কথা কেউ ভাবল না। আমরা যাব কীভাবে? এখন আবার স্ত্রী ও ছোট বাচ্চা নিয়ে অধিক ভাড়া দিয়ে ট্রাকে করে যাচ্ছি। যদি আবার চাকরি চলে যায়, তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরার চেয়ে করোনায় মরা ভালো।'
এ রকম বিপাকে শুধু সোহেল মিয়া একা নন, সকাল থেকে হালুয়ঘাট থেকে ঢাকামুখী যাচ্ছেন শত শত শ্রমিকেরা।
জানা গেছে, রবিবার থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল গার্মেন্টসসহ শিল্পকারখানা খোলার নির্দেশনা হওয়ায় বাধ্য হয়ে চাকরি বাঁচাতে কোরবানি ঈদে বাড়িতে আসা শ্রমিক ও সাধারণ মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।
শনিবার সকাল থেকে ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ধারা, নাগলা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে বাস ও গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষেরা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। চাকরি বাঁচাতে মালবাহী ট্রাকে গাদাগাদি করে যাচ্ছেন ঢাকার দিকে। সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শ্রমিকেরা তবে এ বিষয়ে প্রশাসনের কোনো অভিযান চোখে পড়েনি।
বিপাকে পড়া কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন ঈদের পর হয়তো লকডাউন শিথিল করা হবে। কিন্তু হঠাৎ গার্মেন্টস খোলার খবরে ঢাকায় যেতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা।
কথা হয় গার্মেন্টসকর্মী ফারহানা ইয়াসমিন এর সঙ্গে। তিনি বলেন, `আমরা গরিব মানুষ। আমার সংসারে কর্মক্ষম কেউ নেই। তাই আমাকেই সংসার চালাতে হয়। ঢাকার একটি গার্মেন্টস আমি কাজ করি। যদি সময়মতো না যেতে পারি তাহলে চাকরি থাকবে না। ফলে মরি আর বাঁচি ঢাকায় যেতেই হবে। চাকরি হারালে না খেয়ে মরতে হবে।'
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, `আমরা যখন অভিযানে যায়, তখন ট্রাকগুলো পালিয়ে যায়। এখন জনস্রোত আমরা কীভাবে ঠেকাব বলেন? আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গার্মেন্টস খুলে দেওয়ায় এখন মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে।'
ঢাকায় একটি গার্মেন্টস এ চাকরি করেন সোহেল রানা। কোরবানির ঈদে গ্রামের এসেছিলেন তিনি। আগামী রোববার থেকে সরকার গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে বাধ্য হয়ে ঢাকামুখী গন্তব্যে যাওয়ার জন্য এসেছেন বাসস্ট্যান্ডে। কিন্তু গাড়ি তো নেই তাই বাধ্য হয়ে ২০০ টাকার ভাড়া এক হাজার দিয়ে মালবাহী ট্রাকে করে যেতে হচ্ছে তাঁকে।
সোহেল রানা বলেন, `আমি ও আমার স্ত্রী ঢাকায় গার্মেন্টস কাজ করি। ঈদের আগে গাড়ি চলতে দিল এখন গাড়ি বন্ধ করে গার্মেন্টস খুলে দিল। অথচ আমাদের কথা কেউ ভাবল না। আমরা যাব কীভাবে? এখন আবার স্ত্রী ও ছোট বাচ্চা নিয়ে অধিক ভাড়া দিয়ে ট্রাকে করে যাচ্ছি। যদি আবার চাকরি চলে যায়, তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরার চেয়ে করোনায় মরা ভালো।'
এ রকম বিপাকে শুধু সোহেল মিয়া একা নন, সকাল থেকে হালুয়ঘাট থেকে ঢাকামুখী যাচ্ছেন শত শত শ্রমিকেরা।
জানা গেছে, রবিবার থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল গার্মেন্টসসহ শিল্পকারখানা খোলার নির্দেশনা হওয়ায় বাধ্য হয়ে চাকরি বাঁচাতে কোরবানি ঈদে বাড়িতে আসা শ্রমিক ও সাধারণ মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছে।
শনিবার সকাল থেকে ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার ধারা, নাগলা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে বাস ও গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছে কর্মজীবী মানুষেরা। এতে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। চাকরি বাঁচাতে মালবাহী ট্রাকে গাদাগাদি করে যাচ্ছেন ঢাকার দিকে। সরকারের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শ্রমিকেরা তবে এ বিষয়ে প্রশাসনের কোনো অভিযান চোখে পড়েনি।
বিপাকে পড়া কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এসেছিলেন তাঁরা। ভেবেছিলেন ঈদের পর হয়তো লকডাউন শিথিল করা হবে। কিন্তু হঠাৎ গার্মেন্টস খোলার খবরে ঢাকায় যেতে পোহাতে হচ্ছে বিড়ম্বনা।
কথা হয় গার্মেন্টসকর্মী ফারহানা ইয়াসমিন এর সঙ্গে। তিনি বলেন, `আমরা গরিব মানুষ। আমার সংসারে কর্মক্ষম কেউ নেই। তাই আমাকেই সংসার চালাতে হয়। ঢাকার একটি গার্মেন্টস আমি কাজ করি। যদি সময়মতো না যেতে পারি তাহলে চাকরি থাকবে না। ফলে মরি আর বাঁচি ঢাকায় যেতেই হবে। চাকরি হারালে না খেয়ে মরতে হবে।'
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, `আমরা যখন অভিযানে যায়, তখন ট্রাকগুলো পালিয়ে যায়। এখন জনস্রোত আমরা কীভাবে ঠেকাব বলেন? আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গার্মেন্টস খুলে দেওয়ায় এখন মহাসড়কে মানুষের ভিড় বেড়েছে।'
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে