Ajker Patrika

ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে জরিমানা 

প্রতিনিধি, ময়মনসিংহ
আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১১: ৩৮
ময়মনসিংহে এডিসের লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে জরিমানা 

ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবনমালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

নগরীর নতুন বাজার এলাকায় মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ওই দুই ভবনমালিককে জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. তাসমিয়া জান্নাত, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ। 

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। এরই মধ্যে ক্রাশ প্রোগ্রাম পরিচালনা, ফগিং, স্প্রে ছিটানো, মাইকিং, লিফলেট বিতরণ, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে জরিমানা করা হচ্ছে। 

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি করপোরেশনে এডিস মশার লার্ভা পাওয়ায় গত দুই মাসে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত