Ajker Patrika

ঝড়ে আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে গাছের ডাল পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। 

আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহতেরা সম্পর্কে চাচাতো বোন। 

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এ সময় আম গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি। 

স্বজনেরা চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন, নিহতের পরিবার যদি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক বরাবর আবেদন করে, তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত