Ajker Patrika

দাফনের ১৫ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দাফনের ১৫ মাস পর কবর থেকে তোলা হলো মরদেহ

জামালপুরের মাদারগঞ্জে দাফনের ১৫ মাস পর কবর থেকে সিমা খাতুন (৩০) নামে এক গৃহবধূর মরদেহ তোলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তার বাড়ি কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান শাহজালাল মোড় এলাকা থেকে মরদেহটি তোলা হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, সিমা খাতুনের স্বামী মোস্তাফিজুর রহমানের সঙ্গে সিমার ভাই শাহ জামালের স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর কিছুদিন পর সিমা খাতুন অজানা রোগে মৃত্যু হয়। এর কিছুদিন পর তার ভাই শাহ জামালেরও মৃত্যু হয়। এতে করে তাদের পরিবারের লোকজনের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে শাহ জামাল ও সীমার বাবা ইউসুফ আলী বাদী হয়ে গত ৪ অক্টোবর আদালতে ৩০২ / ৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালামের সহযোগিতায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদারের উপস্থিততে সিমা খাতুনের মরদেহ তোলা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ হারুন অর রসিদ।

এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, ‘মৃত্যুর সময় থানায় কোনো কিছু জানানো হয়নি। হঠাৎ ওই সিমা খাতুনের বাবার অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত