Ajker Patrika

নান্দাইলে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, কুকুরের কামড়ে মৃত্যু বলে ধারণা পুলিশের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২৪, ১৩: ৫৬
নান্দাইলে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার, কুকুরের কামড়ে মৃত্যু বলে ধারণা পুলিশের

ময়মনসিংহের নান্দাইলে মো. আজিজুল হক (৩৬) নামের এক যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার ভোরে নান্দাইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চারিআনিপাড়া এলাকার নদীর পাড়ে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীরা পুলিশকে খবর দেয় । স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, হিংস্র কুকুরের একটি দলের কামড়ে মৃত্যু হয়েছে তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ। 

নিহত মো. আজিজুল হক উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামের মো. ছমির উদ্দিনের ছেলে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজিজুল হক নান্দাইল দক্ষিণ চারিআনিপাড়া নদীর এলাকায় শহীদ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। সেখানে থেকে একটি ওষুধ কোম্পানি চাকরি করতেন। রোববার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে আসার পথে কুকুরের একটি দল আজিজুল হককে আক্রমণ করে। একপর্যায়ে কুকুর মুখ, চোখে কামড় দেয় এবং পেট ছিদ্র করে নাড়িভুঁড়ি বের করে ফেললে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। 

রোববার সকালে গিয়ে দেখা যায় নদীর পাড়ের সড়কে আজিজুল হকের মরদেহ পড়ে রয়েছে। তার পরনে থাকা পাঞ্জাবি ও ট্রাউজারের ছেঁড়া রক্তমাখা টুকরো টুকরো অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। নদীর পাড়ে ১০-১২টি হিংস্র কুকুরের একটি দল ঘুরে বেড়ায় বলে জানান এখনকার বাসিন্দরা। 

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত