নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। গতকাল সোমবার রাতে সেই আটটি ফ্যান বিদ্যালয়ে রেখে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বারান্দায় সেগুলো পাওয়া যায়।
এ ঘটনা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৩ আগস্ট রাতের কোনো এক সময় দুটি শ্রেণিকক্ষ থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। তবে ফ্যান চুরি ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
চুরি ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। চোর শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে।
সিলিং ফ্যান ফিরে পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশ ও এলাকার লোকজনকে ডেকে বিষয়টি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। এর আগে, বিদ্যালয় থেকে সাবমারসিবল পাম্প চুরি হয়েছিল। সেটি আর ফেরত পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের আগের দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ে আগুন ধরিয়ে দিলে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এর আগে বিদ্যালয়ে পানির মোটর চুরি হয়। এসব ঘটনার পর থেকে শিক্ষককেরা আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তাঁরা।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেগম নুরুন্নাহার বলেন, রাতের আধারে চুরি হলেও আবার কে বা কারা সিলিং ফ্যানগুলো রেখে গেছে জানা নেই।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাখা চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। জানতে পারলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিত।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। গতকাল সোমবার রাতে সেই আটটি ফ্যান বিদ্যালয়ে রেখে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বারান্দায় সেগুলো পাওয়া যায়।
এ ঘটনা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৩ আগস্ট রাতের কোনো এক সময় দুটি শ্রেণিকক্ষ থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। তবে ফ্যান চুরি ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
চুরি ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। চোর শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে।
সিলিং ফ্যান ফিরে পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশ ও এলাকার লোকজনকে ডেকে বিষয়টি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। এর আগে, বিদ্যালয় থেকে সাবমারসিবল পাম্প চুরি হয়েছিল। সেটি আর ফেরত পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের আগের দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ে আগুন ধরিয়ে দিলে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এর আগে বিদ্যালয়ে পানির মোটর চুরি হয়। এসব ঘটনার পর থেকে শিক্ষককেরা আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তাঁরা।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেগম নুরুন্নাহার বলেন, রাতের আধারে চুরি হলেও আবার কে বা কারা সিলিং ফ্যানগুলো রেখে গেছে জানা নেই।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাখা চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। জানতে পারলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিত।
ভূমি ও কৃষি সংস্কার এবং পরিবেশ সুরক্ষায় স্থায়ী জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছে ১৩টি নাগরিক সংগঠন। আজ রোববার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৩৬ দফা প্রস্তাবনা উত্থাপন করে।
১ মিনিট আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলী হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। আজ রোববার দুপুরে বিএনপির সব পর্যায়ের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়।
৩ মিনিট আগেপুঠিয়ায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া (তালপুকুর) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগেহাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম পর্যটন-প্রচারণামূলক ম্যারাথন ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। ম্যারাথনটির আয়োজনে নেতৃত্ব দিচ্ছে এটিজেএফবি, পৃষ্ঠপোষক রিদম গ্রুপ ও সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
৩২ মিনিট আগে