Ajker Patrika

গৌরীপুরে জনবল সংকটে টিকায় বিড়ম্বনা

প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)
গৌরীপুরে জনবল সংকটে টিকায় বিড়ম্বনা

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে করোনার টিকা প্রত্যাশীদের চাপ বেড়েছে। এদিকে টিকা নিতে আসা মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৩ জুলাই দ্বিতীয় ধাপে পুনরায় করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ১৮ আগস্ট পর্যন্ত সিনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১১ হাজার ৪৬৪ জন, ক্যাম্পেইনে টিকা নিয়েছেন আরও ৫ হাজার ৯৯৪,২য় ডোজ গ্রহণ করেছেন ১ হাজার ১৮৫ জন। অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথম ধাপে নিয়ে ছিলেন ৪ হাজার ৯৯৪ জন। ৯ আগস্ট থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপে নিয়েছেন ৩ হাজার ১৫৩ জন। একই টিকা ২য় ডোজ নিয়েছেন ১ হাজার ২৭০ জন।

আজ বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই আগত টিকা প্রত্যাশীদের আবেদন মোবাইলে যাচাই বাছাই করছেন ও পোস্টিং দিচ্ছেন। পাশাপাশি টিকা নিতে আসা প্রতিটি অনলাইন টিকা ফরমে তিনিই স্বাক্ষর করছেন।

জানতে চাইলে বলেন, জনবল সংকটের কারণে নিজেই করছেন এসব কাজ। চাপ সামলাতে সকাল থেকে বিকেলে পর্যন্ত কাজ করতে হচ্ছে। একটি কক্ষে চলছে টিকাদান কার্যক্রম। নারী-পুরুষ ভিড়ের মাঝে গাদাগাদি করে টিকা নিচ্ছেন।

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. রবিউল ইসলাম জানান-সম্প্রতি গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পাঁচজন নার্সকে ময়মনসিংহ করোনা ইউনিটে বদলি করা হয়েছে, যে কারণে জনবল সংকট তৈরি হয়েছে। এর পূর্বে গত মাসে আরও একজন করোনার নমুনা সংগ্রহকারীকে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে বদলি করা হয়েছিল। বর্তমানে গৌরীপুরে পাঁচজন টিকাদানের টেকনিক্যাল পারসন আছেন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত