Ajker Patrika

১৬ হাজার কি. মি হেঁটে ভারত থেকে বাংলাদেশে এসেছেন রোহান

জামালপুর প্রতিনিধি
১৬ হাজার কি. মি হেঁটে ভারত থেকে বাংলাদেশে এসেছেন রোহান

প্লাস্টিকের ভয়াবহতায় পরিবেশ রক্ষার আহ্বান নিয়ে ১৬ হাজার কিলোমিটার হেঁটে বাংলাদেশে এসেছেন ভারতীয় যুবক রোহান আগারওয়াল (২০)। নিজ দেশের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে মহারাষ্ট্রের নাগপুরের যুবক রোহান বাংলাদেশের কয়েকটি জেলা ঘুরে জামালপুরে এসে পৌঁছেছেন। 

প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে সচেতন করতে বিশ্বের ১৫টি দেশ ভ্রমণ করেন রোহান। ২০২০ সালের ২৪ আগস্ট ভারতের উত্তর প্রদেশ বারানসির গঙ্গার তীর থেকে হাঁটা শুরু করেছেন। ৮৪৫ দিন আগে যাত্রা শুরু করে এখন পর্যন্ত অতিক্রম করেছেন প্রায় ১৬ হাজার কিলোমিটার। 

এর মধ্যে ভারতের রাজস্থান, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, হিমাচল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, পণ্ডিচেরি, কর্ণাটক, কেরালা ও গোয়া হয়ে মোট ২৭টি রাজ্য ভ্রমণ শেষে ৮ অক্টোবর ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় এই যুবক। 

এরপর ময়মনসিংহ বিভাগ ঘুরে ১৭ ডিসেম্বর জামালপুরে আসেন। তিনি আজ রোববার সকালে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ সঙ্গে দেখা করেন। 

এ সময় ওই যুবক সরকারি আশেক মাহমুদ কলেজের মিলনায়তনে প্লাস্টিকের ভয়াবহতা বোঝাতে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন।

রোহান আগারওয়াল বলেন, ‘এই পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়—প্রাণি ও উদ্ভিদেরও। প্লাস্টিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। প্লাস্টিক থেকে পৃথিবীকে বাঁচতেই আমার এই যাত্রা। তাই ভারত থেকে বাংলাদেশে এসেছি।’ 

রোহান বলেন, ‘আমি ভারতের গভর্নমেন্ট সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবার থাকে নাগপুরে। বাংলাদেশের পর মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, চীন, হংকং, ম্যাকাও, মঙ্গোলিয়াসহ আরও বেশ কয়েকটি দেশে যাওয়ার ইচ্ছা রয়েছে। যেখানেই গিয়েছি, সেখানকার স্কুল কলেজসহ বিভিন্ন জনসমাগমস্থলে মানুষের সঙ্গে প্লাস্টিকের ভয়াবহতা নিয়ে কথা বলেছি।’ 

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘২০ বছর বয়সে পরিবেশের জন্য কাজ করছেন রোহান। প্লাস্টিক ও পলিথিন বর্জ্য আমাদের মারাত্মকভাবে ক্ষতি করছে। আমাদের জলবায়ু ভারসাম্য নষ্ট করছে। আমি মনে করি এটি অন্যদের জন্য অনুপ্রেরণা। তার এই পথচলায় আশা করি সবাই সহযোগিতা করবে।’

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান বাবু বলেন, ‘ভারত থেকে বাংলাদেশে এসে কয়েকটি জেলা ঘুরে জামালপুরে এসেছেন রোহান। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত