Ajker Patrika

ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ভাইয়ের

জামালপুরের দেওয়ানগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ছোট ভাই মো. বাদশা মিয়া ও নিহত বড় ভাইয়ের নাম শেখ সাদী (৩৫)। তারা দুজনই উপজেলার ডাংধরা ইউনিয়নের জোয়ানেরচর খাঁ পাড়া গ্রামের আঃ সামাদের ছেলে। 

আজ শনিবার ভোর সাড়ে চারটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেখ সাদী। 

স্থানীয়রা বলছে, নিহতের ছোট ভাই বাদশা মিয়া দশ বছর ওমানে থেকে কিছুদিন হলো দেশে ফিরেছেন। তাঁর ওমানে যাওয়ার সময় বড় ভাই শেখ সাদীর কাছে জমি বন্ধক রেখে টাকা নেন তাঁর বাবা। ওই টাকা বাদশা মিয়াকে বিদেশে পাঠাতে ব্যয় করেন তিনি। বাদশা মিয়া ওমান থেকে ফিরে বড় ভাইয়ের পাওনা টাকা পরিশোধ না করে, পিতার বন্ধক রাখা ওই জমিতে নিজেকে অংশীদার হিসেবে দাবি করেন। এ নিয়ে গত বৃহস্পতিবার বাদশা মিয়া শেখ সাদীর দখলে থাকা ওই বন্ধকি জমি জোরপূর্বক দখল নিতে গেলে দুই সহোদরের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাদশা মিয়া উত্তেজিত হয়ে বড় ভাই শেখ সাদীকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন শেখ সাদী। 

পরে তাঁকে চিকিৎসার জন্য প্রথমে রাজীবপুর হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সারে চারটার দিকে শেখ সাদীর মৃত্যু হয়। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর আজকের পত্রিকা কে বলেন, ‘ঘটনাটি আজ সকালে অবগত হয়েছি। নিহত শেখ সাদীর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত