ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বেনুয়ারচর বাজারে ঝাড়ু মিছিল করেন তাঁরা।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন চরপুটিমারী ইউপি সদস্য শামসুল হক, মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু, যুবলীগ নেতা ইমরান প্রমুখ।
দীর্ঘদিন সেবা নিতে আসা ভূমিমালিকদের হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মমিনুল ইসলামের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ ঝাড়ু মিছিল করে। এর আগে মমিনুল ইসলামের প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ে ২০ হাজার টাকার নিচে জমির খারিজ হয় না। কাগজপত্রে ত্রুটি থাকলে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু বলেন, ‘কয়েক মাস আগে জমি খারিজ করতে গেলে আমার কাছ থেকে মমিনুল ইসলাম অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া আমার এক আত্মীয়ের কাছ থেকেও সরকার নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায় করেছেন তিনি।’
চিনারচর এলাকার নাজমা বেগম বলেন, ‘ঘুষ ছাড়া ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম কোনো জমির খারিজ করেন না। আমার ১০ শতাংশ জমির খারিজ করতে তিনি ১৯ হাজার টাকা নিয়েছেন।’
তবে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি করে চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী মমিনুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কোনো দোষ নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফ আলী বলেন, ‘এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা মমিনুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও ঘুষ-বাণিজ্যের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা ঝাড়ু মিছিল করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বেনুয়ারচর বাজারে ঝাড়ু মিছিল করেন তাঁরা।
চরপুটিমারী ইউনিয়ন পরিষদ (ইউপি) মাঠ থেকে ঝাড়ু মিছিলটি বের হয়ে ভূমি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য দেন চরপুটিমারী ইউপি সদস্য শামসুল হক, মোতালেব হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু, যুবলীগ নেতা ইমরান প্রমুখ।
দীর্ঘদিন সেবা নিতে আসা ভূমিমালিকদের হয়রানি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মমিনুল ইসলামের বিরুদ্ধে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ এলাকাবাসী আজ ঝাড়ু মিছিল করে। এর আগে মমিনুল ইসলামের প্রকাশ্যে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ে ২০ হাজার টাকার নিচে জমির খারিজ হয় না। কাগজপত্রে ত্রুটি থাকলে ঘুষের টাকার অঙ্ক দ্বিগুণ হয়ে যায়। এ নিয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি কামরুজ্জামান লাভলু বলেন, ‘কয়েক মাস আগে জমি খারিজ করতে গেলে আমার কাছ থেকে মমিনুল ইসলাম অতিরিক্ত ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া আমার এক আত্মীয়ের কাছ থেকেও সরকার নির্ধারিত ফির দ্বিগুণ টাকা আদায় করেছেন তিনি।’
চিনারচর এলাকার নাজমা বেগম বলেন, ‘ঘুষ ছাড়া ভূমি কর্মকর্তা মমিনুল ইসলাম কোনো জমির খারিজ করেন না। আমার ১০ শতাংশ জমির খারিজ করতে তিনি ১৯ হাজার টাকা নিয়েছেন।’
তবে ঘুষ লেনদেনের বিষয়টি মিথ্যা দাবি করে চরপুটিমারী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী মমিনুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমার কোনো দোষ নেই। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশরাফ আলী বলেন, ‘এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।’
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করেছে প্রশাসন। জব্দকৃত জালগুলোর বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
৪ মিনিট আগেকক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের ধাওয়া খেয়ে ইয়াবা বহনকারী ট্রলার থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় একজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেচাকরির জন্য দালালের খপ্পরে পড়ে রাশিয়া গিয়ে রুশ-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন নাটোরের সিংড়ার যুবক হুমায়ুন কবির। হুমায়ুনের দুলাভাই রহমত আলীকেও বাধ্য করা হয়েছে ওই যুদ্ধে অংশ নিতে। স্বজনদের কাছে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছেন তিনি।
১৫ মিনিট আগেবরগুনার বঙ্গবন্ধু নৌকা জাদুঘর ভেঙে ফেলা হয়েছে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপির নেতা-কর্মীরা এটি ভেঙে ফেলেন বলে জানা গেছে।
৪০ মিনিট আগে