Ajker Patrika

ময়মনসিংহে হরতালের সমাবেশে র‍্যাবের বাধা 

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে হরতালের সমাবেশে র‍্যাবের বাধা 

ময়মনসিংহে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমাবেশে র‍্যাবের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার হরতালে সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেন জোটের নেতা–কর্মীরা। মিছিল শেষে স্টেশন রোড এলাকায় সমাবেশ করলে র‍্যাব বাধা দেয়। এতে শুরু হয় তর্কাতর্কি। একপর্যায়ে সমাবেশে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে র‍্যাব কয়েকজনকে আটকের চেষ্টা করলে নেতা–কর্মীরা গণগ্রেপ্তারের দাবি জানালে র‍্যাব সদস্যরা চলে যান। 

হরতালে সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানপাট খুলে যায়। এদিকে হরতাল সমর্থনে বিএনপি নৈতিক ভাবে সমর্থন দিলেও তাদের কাউকে মাঠে দেখা যায়নি। 
 
হরতালে বামজোটের মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক শেখর রায়, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি মো. শাহজাহান, বামজোটের জোনাল ইনচার্জ ঈমাম হোসেন খোকন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নগর আহ্বায়ক আজাহারুল ইসলাম আজাদসহ প্রমুখ নেতৃবৃন্দ। 

র‍্যাবের বাধা প্রদানের বিষয়ে সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। হঠাৎ আট দশটি গাড়িতে করে র‍্যাব কর্মকর্তারা এসে আমাদের কয়েকজন নেতা-কর্মীকে আটকের চেষ্টা করেন। আমরা গণগ্রেপ্তার দাবি জানালে তারা পিছু হটেন।’ 

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪ লিগ্যাল অফিসার ও পুলিশের জ্যৈষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘তিনি এসব বিষয়ে অবগত নন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’ 

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘হরতালের কর্মসূচি মাথায় রেখে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হরতালে রাস্তাঘাটে তেমন কোনো প্রভাব পড়েনি। স্বাভাবিক ভাবেই চলছে সবকিছু।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত