গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একটি পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে কামাল আকন্দের বাড়িতে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে একই গ্রামের প্রতিপক্ষ আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া রামদা ও লাঠিসোঁটা নিয়ে কামাল আকন্দের বাড়িতে হামলা করেন। এ সময় কামাল আকন্দ তাঁর দুই ছেলে হাবিবুর ও মশিউরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁরা হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন। একপর্যায়ে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া তিন সহোদর মিলে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভালেও ঘরের তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় কামাল হোসেন আকন্দ ২০ জানুয়ারি গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে কামাল হোসেন আকন্দ বলেন, ‘আমার ৪০ শতাংশ পৈতৃক জমি ও বসতবাড়ি দখলে নিতে প্রতিবেশী মৃত কামাল হোসেনের ৩ ছেলে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া নানাভাবে ষড়যন্ত্র করছে। এর আগে আমার বসতবাড়ির ৪০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গত বুধবার রাতে আমাদের উচ্ছেদ করতে প্রথমে ভাঙচুর ও লুটপাট করার পরে বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা নিজেদের ব্যাপারে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা করেছেন কামাল হোসেন আকন্দ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। একটি পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে গত বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে কামাল আকন্দের বাড়িতে এ হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
থানায় দায়ের করা মামলার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে গত বুধবার দিবাগত রাতে একই গ্রামের প্রতিপক্ষ আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া রামদা ও লাঠিসোঁটা নিয়ে কামাল আকন্দের বাড়িতে হামলা করেন। এ সময় কামাল আকন্দ তাঁর দুই ছেলে হাবিবুর ও মশিউরকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন। তাঁরা হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষের মারধরের শিকার হন। একপর্যায়ে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া তিন সহোদর মিলে বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করেন। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভালেও ঘরের তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
এ ঘটনায় কামাল হোসেন আকন্দ ২০ জানুয়ারি গফরগাঁও থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে কামাল হোসেন আকন্দ বলেন, ‘আমার ৪০ শতাংশ পৈতৃক জমি ও বসতবাড়ি দখলে নিতে প্রতিবেশী মৃত কামাল হোসেনের ৩ ছেলে আলতাফ, কাঞ্চন ও লাল মিয়া নানাভাবে ষড়যন্ত্র করছে। এর আগে আমার বসতবাড়ির ৪০ হাজার টাকার গাছ কেটে নিয়েছে। গত বুধবার রাতে আমাদের উচ্ছেদ করতে প্রথমে ভাঙচুর ও লুটপাট করার পরে বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয়।’
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তাঁরা নিজেদের ব্যাপারে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোকছেদুল আলম বলেন, তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা করেছেন কামাল হোসেন আকন্দ।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের সব ফ্যান রেলওয়ের বিদ্যুৎ বিভাগ খুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এতে গরমে ভোগান্তি পোহাচ্ছেন স্টেশনের অপেক্ষমাণ যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীরা। স্টেশনমাস্টার কে এম রিয়াদ হাসান বলেছেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন।
৬ মিনিট আগেউদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ এজাজ বলেন, ‘উত্তরখান, দক্ষিণখানসহ ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডে নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আগামী বাজেটে এসব এলাকায় উন্নয়ন কার্যক্রমকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।’
১৫ মিনিট আগেযদি মৌলিক সংস্কার না হয়, তাহলে জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় শেরপুর শহরের থানা মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
৩১ মিনিট আগেনাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো, ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি?’
১ ঘণ্টা আগে