নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।
পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’
বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।
পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’
বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাসের পেছনে ট্রাকের ধাক্কায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতের নাম চান মিয়া (৭০)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা সেতুর ঢালে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষকালে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে উল্টো পথে আসা মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের (তেলের ভাউচার) চাপায় ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেযশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির (ভিডব্লিউভি) আওতায় হতদরিদ্র নারীদের মধ্যে বিতরণ করা চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা আমিনুর রহমান নেদার লোকজনের বিরুদ্ধে। পরে পুলিশের হস্তক্ষেপে ভুক্তভোগীরা ৬ বস্তা চাল ফেরত পেয়েছেন।
১ ঘণ্টা আগে