Ajker Patrika

শিশুপার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৭: ৪৩
শিশুপার্কে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর এলাকায় অবস্থিত ডিজনি চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শিশুপার্কের ভেতর স্কুল-কলেজগামী তরুণ-তরুণীদের অশালীন কার্যক্রমের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ দাবি তোলা হয়।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিংধা ইউনিয়নবাসীর ব্যানারে এ মানববন্ধন হয়। এতে এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য হেলেনা আক্তার, হালিমা খাতুন, জিন্নাতুল ইসলাম, সাইদুল ইসলাম ও আব্দুল কাইয়ুম।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্কটি স্থাপনের পর থেকে অসামাজিক কাজসহ অশ্লীলতা ও বেহায়াপনা দিন দিন বেড়েই চলেছে। এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টির প্রতিবাদ করলে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালাম ও ম্যানেজার আনোয়ার হোসেন স্থানীয়দের হুমকি দেন। তাই সামাজিক পরিবেশে ও শান্তি-নিরাপত্তা নিশ্চিতে পার্কটি বন্ধ করতে হবে। পরে পার্কটি বন্ধের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। 

ডিজনী চিলড্রেন পার্কটি বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।এ বিষয়ে জানতে পার্কের মালিক মো. নুরুজ্জামান সালামের মোবাইল ফোনে কল দিলেও তিনি রসিভ করেননি।

পার্কটির ম্যানেজার আনোয়ার হোসেন বলেন, ‘পার্কের মালিকের সঙ্গে তাঁর ভাতিজার জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিরোধের কারণে তারা নানান অপপ্রচার চালাচ্ছে। পার্কের ভেতরে কোনো অসামাজিক কার্যকলাপ হয় না। সব সময় চেষ্টা করছি পার্কের শৃঙ্খলা ঠিক রাখতে।’ 

বারহাট্টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম আজ রোববার দুপুরে বলেন, ‘ডিজনি পার্কে অসামাজিক কার্যক্রমের বিষয়ে জানতে পেরেছি। আজ পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

বাংলাদেশ মাতিয়ে যাওয়া জার্মান টিকটকার ভারতে আটক

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত