নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।
ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’
সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।
সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নেত্রকোনার মোহনগঞ্জ থানা এলাকায় ছুরিকাঘাত করে এক ব্যবসায়ী টাকা ছিনতাইয়ের তিন দিনের মাথায় আবারও ছিনতাই হয়েছে। এবার এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে তাঁর সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণ ও নগদ ৪০ হাজার টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনাস্থল থানা থেকে ৩৫০-৪০০ গজ দূরে।
এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুজন দত্ত (৪৩)। এর আগে গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে পৌরশহরের মার্কাজ এলাকায় এ ঘটনা ঘটে।
সুজন দত্তের মোহনগঞ্জ পৌরশহরের পোদ্দার পট্টিতে ‘দত্ত শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকান রয়েছে। সুজন দত্তের বাসা শহরের মার্কাজ এলাকায়।
ব্যবসায়ী সুজন দত্ত বলেন, ‘গতকাল সোমবার রাত সোয়া নয়টার দিকে বাসায় ফেরার পথে চাপাতি হাতে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। হামলাকারী রেইনকোট পরা এবং মুখে মাস্ক ছিল। চা পাতি দিয়ে হাতে কোপ দিয়ে আমার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয়। পরে আবার শরীরে কোপ দিলে ব্যাগ ছেড়ে দিয়ে চিৎকার করি।’
সুজন দত্ত আরও জানান, তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই ছিনতাইকারী। তবে এলাকার লোকজন ওই ছিনতাইকারীকে চিনতে পেরেছে বলে জানিয়েছেন তিনি।
সুজন দত্ত আরও জানান, আঘাত পাওয়া স্থানে ১০-১২টি সেলাই লেগেছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ছিনতাইকারীকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে তাকে পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শুক্রবার থানার ২০০ গজ দূরে ঝলমল সরকার নামের এক ব্যবসায়ীকে একই কায়দায় ছুরিকাঘাত করে ১ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেন। তবে আজও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
খুলনা মহানগরীর দৌলতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগেরাজশাহীতে রেললাইনের পাশে এক শ্রমিকের লাশ পাওয়া গেছে। তাঁর নাম হাবিবুর রহমান (৫০)। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। পুলিশের ধারণা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের।
৪ মিনিট আগেরাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে