Ajker Patrika

ইমামদের ভাতার আওতায় আনা হবে: ধর্মসচিব

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০২ জুন ২০২৪, ২১: ১৬
ইমামদের ভাতার আওতায় আনা হবে: ধর্মসচিব

ধর্মসচিব আবদুল হামিদ জমাদ্দার বলেছেন, ‘ইসলামি সংস্কৃতি চর্চার জন্য সারা দেশে একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যায়ক্রমে ইমামদের ভাতার আওতায় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে সরকার।’

আজ রোববার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে সন্ত্রাস-জঙ্গিবাদ নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে উলামা-মাশায়েখদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন ধর্মসচিব।

আবদুল হামিদ জমাদ্দার বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের সকলের দায়িত্ব হবে প্রধানমন্ত্রীর সকল উন্নয়নকাজে সহযোগিতা করা। সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ইমামদের এগিয়ে আসতে হবে।’ সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, উপজেলা মডেল মসজিদের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, মডেল মসজিদের ইমাম আবু কালাম সায়েদী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত