Ajker Patrika

নেত্রকোনায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ০৬
নেত্রকোনায় ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছেন বিজিবির সদস্যরা। এসব শাড়ি ও লেহেঙ্গার মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারি আটক হয়নি।

নেত্রকোনা ৩১ বিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কলমাকান্দার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা এলাকা থেকে এসব শাড়ি-লেহেঙ্গা জব্দ করা হয়। 

লে. কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান আজকের পত্রিকাকে জানান, কলমাকান্দার চন্দ্রডিঙ্গা এলাকায় গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে কয়েকজন চোরাকারবারি কাপড়ের গাঁইট মাথায় করে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে। 

এ সময় পাঁচগাঁও বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) কমান্ডার নায়েক মো. মেহেদী আলমের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারিরা কাপড়ের গাঁইটগুলো ফেলে রেখে ভারতীয় সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া শাড়ি-লেহেঙ্গা জব্দ করে বিজিবি। 

তিনি আরও জানান, জব্দকৃত শাড়ি-লেহেঙ্গা নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত