Ajker Patrika

বিএনপি আর কখনো আন্দোলনে সফল হবে না: মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিএনপি আর কখনো আন্দোলনে সফল হবে না: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, বিএনপি আর কখনো আন্দোলনে সফল হবে না। বিএনপি আন্দোলনে ব্যর্থ, ১০ ডিসেম্বর তার বড় প্রমাণ।

আজ রোববার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। মহিষবাথান রসুল মনির উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা হয়। কড়ইচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুক্তা সভায় সভাপতিত্ব করেন।

মির্জা আজম আরও বলেন, অবৈধভাবে ক্ষমতায় আসার জন্য বিএনপি-জামাতের ষড়যন্ত্র অব্যাহত আছে। সামনে তাদের ষড়যন্ত্র রুখে দিতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় বক্তব্য দেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালসহ অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত